ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালবাসা বিনিময়–এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘ইচ্ছা’ এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও মাইল্লারবিল বস্তির শিশুদের হাতে গত ১৯ এপ্রিল মেহেদি পরানো হয়। শেষে বাচ্চাদের মাঝে নতুন জামা প্রদান করা হয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ আবু মুহাম্মদ মেহেদী হাসান ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ হোছাইনুল আবেদীন। কার্যক্রমে ইউনিটের সহকারী দলনেতা–০২ কাউসার আক্তার মোনার পরিচালনায় ৭ জন কার্যকরী পরিষদ সদস্য ও ৪ জন যুব সদস্য অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।