সব মা চায় সন্তান জন্মদান যেনো কষ্টহীন এবং স্বাভাবিক হয়। কিন্তু এর মধ্যেও বিভিন্ন ভয়ভীতি মনে চলে আসে। স্বাভাবিকভাবে প্রসবব্যথার তীব্রতা এত বেশি যে এতে শারীরিক ও মানসিক ভীতির সঞ্চার হয়। আর এই ভয়কে সুযোগে কাজে লাগিয়ে চিকিৎসার নামে ব্যবসা করতেছে কিছু ডাক্তার। যদিও এই অস্ত্রোপচার সন্তান এবং মা দুই জনের জীবন ঝুঁকি বাড়ায় তারপর ও থামছে না এই ব্যবসায়ী কাজটা। বিশ্বে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান বেড়েই চলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের হার ছিল ২০ দশমিক ৭ শতাংশ, যা ২০১৪ সালে ৩২ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। বাংলাদেশের হিসাবে বর্তমানে এই হার প্রায় ৩০ শতাংশ। সন্তান প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচারের অস্বাভাবিক হার বৃদ্ধির পেছনে মায়ের সার্বিক অবস্থা, সামাজিক অবস্থান, সেবাদানকারী ও চিকিৎসার প্রতুলতা, আইন ইত্যাদি যুক্ত। কিন্তু ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব বিভিন্ন পদ্ধতিতে করা যায়। এর মধ্যে এপিডুরাল পদ্ধতি অন্যতম। এতে সবকিছুই স্বাভাবিক প্রক্রিয়ায় রেখেই সন্তান প্রসব করানো হয়। কিন্তু কিছু কিছু ডাক্তারেরা সেবামূলক কাজটাকে ব্যবসায়ী কাজ মনে করে স্বাভাবিক সন্তান প্রসবের জন্য বিভিন্ন রকম ভয়ের কথা বলে জোরপূর্বক অস্ত্রোপচারে রাজি করায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকবার এই অস্ত্রোপচারের ঝুঁকি নিয়ে সাবধান করেছে। তাতেও কোনো লাভ হচ্ছে না। তাই এই সেবা নামে ব্যবসায়ী কাজটা বন্ধের দাবি জানাচ্ছি।
মাজহারুল ইসলাম শামীম
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।