চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ। খাতুনগঞ্জস্থ ওয়ার্ড কার্যালয়ে গতকাল বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, তৃণমূল নেতাকর্মীদের শক্তিশালী ভূমিকায় নির্বাচনে আমরা কাঙ্খিত বিজয় অর্জন করতে সক্ষম হব। মেয়র নির্বাচিত হয়ে সকল শ্রেণি পেশার লোকদের সমন্বিত মতামতের ভিত্তিতে সিটি কর্পোরেশনের কার্যক্রমকে অধিকতর সেবা মানে উন্নীত করব। প্রত্যেক ওয়ার্ডে কার্যকর স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করার পাশাপাশি পরিচ্ছন্ন স্বস্তিকর পরিবেশ বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। জলাবদ্ধতা নিরসনসহ চলমান জনগুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আধুনিক বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় জনবান্ধব প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে যাব। চট্টগ্রামকে গ্লোব্যালি এট্রাক্টিভ ইকোনমিক্যাল সিটি হিসেবে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ বাস্তবায়নে সকলের সমর্থন, দোয়া ও মূল্যবান রায় নিতে তৃণমূলের নেতাকর্মীদেরকে জনতার দুয়ারে দুয়ারে যেতে হবে। বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক, সচিব ও দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন শান্তি। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুর। বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী হাজী নুরুল হক, আমির আহমদ সওদাগর, জাহাঙ্গীর আলম, নুরুল আবছার, সামশুল আলম, লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।