ইউপি ভোট : সপ্তম ধাপে নৌকা ৪০, স্বতন্ত্র ৮৬

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদের সপ্তম ও শেষ ধাপের ধাপের নির্বাচনে জয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা নৌকার প্রতীকে জয়ীর চেয়ে দ্বিগুণেরও বেশি। সপ্তম ধাপে ১৩৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরদিন গতকাল মঙ্গলবার একীভূত ফলাফলের তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। তাতে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা ৪০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে। জাতীয় পার্টি ৩টিতে এবং জেপি ১টি ইউপিতে জয় পেয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছে ৮৬টি ইউনিয়নে। এই স্বতন্ত্র প্রার্থীদের অনেকই আওয়ামী লীগেরই নেতা। আবার দলীয় প্রতীক নিয়ে কোন্দলে নাকাল আওয়ামী লীগ সপ্তম ধাপে অনেক ইউনিয়নে কাউকে নৌকা প্রতীক না দেওয়ায় তার ফলে জয়ী স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেড়েছে অনেক। গত বছরের মাঝামাঝিতে ইউপি ভোট শুরুর পর ছয় ধাপের ভোটের মধ্যে প্রথম তিন ধাপে আওয়ামী লীগ প্রার্থীরা বেশি ইউনিয়নে জয় পেয়েছিল। খবর বিডিনিউজের।
চতুর্থ ধাপে নৌকার ও স্বতন্ত্র প্রার্থীদের জয় সমান সমান হয়ে যায়। ষষ্ঠ ধাপে নৌকার প্রার্থীরা বেশি ইউনিয়নে জয়ী হলেও সপ্তম ধাপে এসে স্বতন্ত্র প্রার্থীরা বেশি এগিয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধএখনো শেষ হয়নি ভর্তি কার্যক্রম
পরবর্তী নিবন্ধদীর্ঘদিন প্যারাসিটামল সেবনে রক্তচাপ বাড়ার ঝুঁকি : গবেষণা