সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেনের বসতঘরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন খাগরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখতার হোসেনের বসতঘরে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বেশ কয়েকজন আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল আসামিরা এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন খাগরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মজিদের পাড়ার মৃত নেয়াজুর রহমানের পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দিন (৫৪), একই এলাকার মৃত ছালেহ আহমদের পুত্র মো. রফিক প্রকাশ ডাকাত রফিক (৪৪), মৃত ছালেহ আহমদের পুত্র আবদুল গফুর প্রকাশ ডাকাত গফুর (৫২), মৃত শফিকুল ইসলামের পুত্র তৌহিদুল ইসলাম (২৭) ও খাগরিয়া আকবর পাড়ার মৃত নেয়াজুর রহমানের পুত্র মো. ফোরকান (৪২)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিনসহ গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে চেয়ারম্যান আখতার হোসেনের বসতঘরে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও প্রত্যেক আসামির বিরুদ্ধে ৭–৮টি করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।












