ক্যাম্পে পুলিশের সাথে গুলি বিনিময়, রোহিঙ্গা নিহত

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে দুষ্কৃতকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। গতকাল সোমবার দুপুরে ক্যাম্প১৭ তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ক্যাম্প১৭ তে দুপুরে একদল দুষ্কৃতকারী অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। এ সময় এপিবিএন পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় ক্যাম্প১৭ এর এইচ৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমানকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। মৃতদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানের ঘরে হামলা খাগরিয়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধআইএমএফের শর্তে দেশে বৈষম্য আরও বাড়বে : দেবপ্রিয়