বিশ্বে এ সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ–পর্যায়ের দুই কূটনৈতিক বৈঠক। এর একটি আয়োজন করা হয়েছে ফ্রান্সের প্যারিসে। যেখানে অংশ নেবেন মূলত ইউরোপীয় নেতারা। খবর বিডিনিউজের।
আর আরেকটি বৈঠক বসছে সৌদি আরবে। যেখানে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। দুই বৈঠকের স্থানের মাঝে ব্যবধান ৩ হাজার মাইল হলেও দুয়েরই আলোচ্য বিষয়বস্তু এক। আর তা হচ্ছে : ইউক্রেন যুদ্ধ এবং কেমন করে এর অবসান হবে সেটি।
বৈঠক শুরু হতে চলার আগে এ পর্যন্ত কী কী হল তার বিস্তারিত তুলে ধরেছে বিবিসি: সৌদি আরবে বৈঠক করতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারাও সৌদি আরবে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ইউরি উষাকভের সঙ্গে বৈঠক করতে। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রুশ কর্মকর্তাদের সম্মেলনে আমন্ত্রিত নয় ইউক্রেন। ইউক্রেন সরকারের এক কর্মকর্তা বিবিসিকে একথা জানিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কথা বলবেন। রুবিও ইউক্রেন যুদ্ধ অবসানে যে কোনও প্রকৃত শান্তি আলোচনার ইউক্রেন ও ইউরোপ অংশ হবে বলে আশ্বাস দিলেও রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সৌদি আরবে আলোচনায় বসতে যাওয়ার আগেই বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনও শান্তি চুক্তির আলোচনায় ইউরোপের ভূমিকা থাকার দরকার আছে বলে তিনি মনে করেন না। তবে ইউরোপ চায় ইউক্রেন যুদ্ধ প্রশ্নে কোনও চুক্তি বা সমাধানের ক্ষেত্রে আলোচনায় তারাও কেন্দ্রীয় ভূমিকা রাখুক বা জড়িত থাকুক।












