রাশিয়া বলেছে, ইউক্রেন থেকে এসে তাদের বেলগোরদ অঞ্চলে যারা হামলা চালিয়েছিল, তাদের মধ্যে ৭০ জনের বেশি আন্তঃসীমান্ত অভিযানে নিহত হয়েছে। রুশ অঞ্চল থেকে বিতাড়নের আগে প্রায় ২৪ ঘণ্টা ধরে রাশিয়ান বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলেছিল।
মঙ্গলবার রাশিয়া বলেছে, তাদের সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীকে শেষ করে দিতে যুদ্ধবিমান ও কামান মোতায়েন করা হয়েছে। গেল বছর মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর রুশ অঞ্চলে এবারই সবচেয়ে সাহসী আক্রমণ হলো। খবর বাংলানিউজের।
বিডিনিউজ জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বেলগোরোদে ইউক্রেন থেকে সীমান্ত টপকে সশস্ত্র যোদ্ধাদের ঢুকে পড়ার ঘটনার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। বেলগোরোদে ঢুকে পড়া ওই যোদ্ধাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে বলে মস্কো দাবি করার পর তিনি এমন দৃঢ় সংকল্প নিলেন।