যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর নির্দেশ দেবেন বলেই তিনি মনে করেন। তবে তা যদি ঘটে তাহলে রাশিয়াকে বিপর্যয় দেখতে হবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইউক্রেইনে রাশিয়ার হামলা এক মাসের মধ্যেই ঘটতে পারে বলে সতর্ক করার পর বাইডেন এমন মন্তব্য করলেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমার ধারণা তিনি আগ্রাসন চালাবেন। তার কিছু একটা করার আছে। ইউক্রেইন সীমান্ত বরাবর রাশিয়ার এক লাখেরও বেশি সেনা উপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ক্ষমতা নেওয়ার একবছর পূর্তির প্রথম দিন বুধবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ইউক্রেইনে ফের হামলা চালালে রাশিয়ার জন্য বিপর্যয় ঘনিয়ে আসবে। আমাদের মিত্রদেশ এবং অংশীদারেরা রাশিয়া এবং রাশিয়ার অর্থনীতিকে চরম মূল্য দেওয়াতে প্রস্তুত হয়ে আছে। আগ্রাসন চালিয়ে পুতিন পরে পস্তাবেন বলেই আমি মনে করি। বাইডেনের এই বক্তব্য পরে সাংবাদিকদের আরও সবিস্তারে বুঝিয়ে বলেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।
যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো মিলে এর মারাত্মক জবাব দেবে। সাইবার হামলা বা সামরিক কোনও কৌশল খাটালেও রাশিয়াকে একইভাবে চরম এবং সমন্বিত জবাব দেওয়া হবে। পশ্চিমা বিশ্ব কয়েকমাস ধরেই ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়ার অস্বাভাবিক সেনা উপস্থিতি প্রত্যক্ষ করে আসছে। ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার এক লাখ সেনা উপস্থিতি থাকার পরও মস্কো বলছে, তাদের আগ্রাসন চালানোর কোনও পরিকল্পনা নেই।