ইউক্রেনের গোলার জন্য জাপানের কাছে বিস্ফোরক চায় যুক্তরাষ্ট্র

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনকে দ্রুত যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ দিতে সচেষ্ট যুক্তরাষ্ট্র ১৫৫ মিলিমিটার কামানের গোলার জন্য জাপানের কাছে বিস্ফোরক ট্রাই নাইট্রো টলুইন (টিএনটি) চেয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিডিনিউজের।

জাপানের আইনে অন্য দেশের কাছে হাউৎজার কামানের গোলাসহ যে কোনো অস্ত্র বা প্রাণঘাতী সরঞ্জাম বিক্রির ওপর নিষেধাজ্ঞা আছে। রাশিয়ার হাত থেকে নিজেদের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো মুক্ত করতে ইউক্রেনকে এখন প্রতিদিন শত শত হাউৎজার গোলা ছুড়তে হচ্ছে। বিশ্বব্যাপী গোলাবারুদের অপর্যাপ্ততার কারণে কিইভের মিত্ররা এখন দেশে দেশে ছুটছেন, এর মধ্যেই তারা জাপানের কাছ থেকে টিএনটি নেওয়ার উপায়ও বের করে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের জন্য জাপানের কাছ থেকে বিস্ফোরক কেনার একটা পথ রয়েছে, বলেছেন এ সংক্রান্ত আলোচনা বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় রয়টার্সকে তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন। পুরোপুরি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এমন পণ্যের তুলনায় একাধিক কাজে ব্যবহৃত হয় এমন পণ্য বা সরঞ্জাম বাণিজ্যিকভাবে বিক্রির ওপর বিধিনিষেধ তুলনামূলক কম থাকায় টোকিও এখন এই পথে ওয়াশিংটনকে বিস্ফোরক পাঠানোর কথা ভাবছে। এই উপায়েই যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য প্যানাসনিক টাফবুক ল্যাপটপ কেনে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আতিথেয়তা দেওয়া টোকিও যুক্তরাষ্ট্রের সরকারকে বলেছে, তারা শিল্পখাতে ব্যবহৃত টিএনটি বিক্রিতে অনুমোদন দেবে, কেননা এই ধরনের টিএনটি কেবল ‘সামরিক বাহিনীর কাজেই লাগে না, আরও বিভিন্ন কাজে লাগে’।

যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর মালিকানাধীন গোলাবারুদ কারখানার টিএনটি সরবরাহ চেইনে একটি জাপানি কোম্পানিকে চাইছে, তারপর কারখানায় ১৫৫ মিলিমিটার গোলার খোলসে সরবরাকৃত বিস্ফোরক ভরা হবে, বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে টিএনটি রপ্তানির বিষয়ে কোনো জাপানি কোম্পানি এগিয়ে এসেছে কিনা, সে বিষয়ে কিছু বলতে রাজি হয়নি জাপানের বাণিজ্য, শিল্প ও অর্থ মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধসেনেগালে বিরোধী দলীয় নেতার সাজা ঘোষণার পর সংঘর্ষ, নিহত ৯
পরবর্তী নিবন্ধমার্কিন সিনেটে ঋণসীমা বাড়ানোর বিল পাস