ইউএসটিসিতে বিবিএ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক কর্মশালা

| শনিবার , ১২ জুলাই, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদের আয়োজনে গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডিব্লকে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা ছিলেন অধ্যাপক জাভেদ আহসান।

তিনি তাঁর বক্তব্যে বর্তমান বৈশ্বিক চাকরির প্রবণতা, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা ও পেশাগত অগ্রগতির কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের অভিযোজন ক্ষমতা, আবেগীয় বুদ্ধিমত্তা এবং নৈতিক নেতৃত্বের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্বে প্রস্তুত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন ফাহমিদা আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক চন্দ্রা দাস। বক্তারা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিতর্ক শেখা মানে যুক্তির আলোয় পথচলা
পরবর্তী নিবন্ধসিআইইউতে ইঞ্জিনিয়ারিং নাইট উৎসব