ইউএসটিসিতে বায়োটেকনোলজির পরিচিতি শীর্ষক ওয়েবিনার

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (ইউএসটিসি) গত ২০ মে ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজির উদ্যেগে ন্যানো প্রযুক্তি এবং বায়োটেকনোলজির পরিচিতি শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন ড. রায়ান টেইন, মার্ক ল্যানোই, ডা. মুনা খান, অধ্যাপক ড. মেহেদী আনোয়ার, ড. আনিস রহমান। সভায় বক্তারা ন্যানো টেকনোলজি এবং বায়োটেকনোলজি বিষয়ে গবেষণার নানা ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশে গবেষণা ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির উজ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ইউএসটিসির প্রো-ভিসি প্রফেসর ড. নুরুল আবছার সমাপনী বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচৌধুরীহাট শ্মশানেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি
পরবর্তী নিবন্ধপুঁইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা