ইউএসটিসিতে টেকনোলজি ফ্যাকাল্টিতে ল্যাব উদ্বোধন

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফ্যাকাল্টিতে জ্যাক কিলবি ভিএলএসআই ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার হাইব্রিড মোডে ইউএসটিসির ‘ডি’ ব্লকস্থ সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফ্যাকাল্টিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আইইইই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মসিউল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইইবির সেক্রেটারি এস এম ইঞ্জিনিয়ার শহীদুল আলম এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এসবিআইটির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর দেওয়ান, বুয়েটের অধ্যাপক প্রফেসর ড. হারুণ রশিদ এবং যুক্তরাষ্ট্রের কেডেন্সের ইঞ্জিনিয়ার অজয় প্রতাপ সিং। অনুষ্ঠানে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম বলেন, ইউএসটিসির জ্যাক কিলবি ভিএলএসআই ল্যাবের আজকের উদ্বোধনে আমি আনন্দিত। ল্যাবটি ইউএসটিসির প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের যথার্থ স্মৃতিচিহ্ন। যেহেতু তিনি তাঁর দেশ ও বিশ্বের তরুণদের সম্ভাবনার প্রতি অটল বিশ্বাস বহন করেছেন এবং এই ল্যাবটি বাংলাদেশ এবং তাঁর বাইরের শিক্ষার্থী, গবেষক এবং উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি বিকাশের একটি কার্যকর হাতিয়ার। প্রধান অতিথি বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এই এগিয়ে যাওয়ার পথ পরিক্রমায় প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশে আমাদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে যাতে করে চতুর্থ শিল্প বিপ্লবে পথ চলা সহজতর হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইইবির সেক্রেটারী এস এম ইঞ্জিনিয়ার শহীদুল আলম এবং ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের এসবিআইটিএর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর দেওয়ান, বুয়েটের অধ্যাপক প্রফেসর ড. হারুণ রশিদ এবং ওয়ালটনের এঙিকিউটিভ ডাইরেক্টর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ও আঞ্জুমান মুফিদুল ইসলামের শীত বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান