ইউএসটিসির ব্লক ডিতে তিনদিনব্যাপী আয়োজিত অ্যাডমিশন ফেয়ারের দ্বিতীয় দিনে গতকাল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম দ্বিতীয় দিনও অ্যাডমিশন ফেয়ার পরিদর্শন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানে ইউএসটিসি প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, ফ্যাকাল্টি অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. দেব প্রসাদ পাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সৈয়দ আলী ফজল, রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, প্রক্টর ইঞ্জিনিয়ার কাজী নুর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, স্পট অ্যাডমিশনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত অ্যাডমিশন ওয়েভার বিদ্যমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।