ইংরেজীতে পরিচিত হওয়া ও প্রশ্নোত্তর: পঞ্চম শ্রেণী

অনিক চন্দ্র সাহা | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ২:১৩ পূর্বাহ্ণ

Learning outcomes: 2.1.1, 2.1.2, 3.1.1

Tikli: Hello! Good morning.
Dora: Hi! Who are you?
Tikli: I am Tikli. What is your name?
Dora: My name is Dora. Where do you live?
Tikli: I live in Muradpur. What class do you read?
Dora: I am in class five. And you?
Tikli: I am also in class five.
Dora: What is your favourite subject?
Tikli: My favourite subject is Science.
Dora: Nice to meet you!
Tikli: Nice to meet you too!
Dora: Bye!
Tikli: Good bye!
এইখানে আমরা দেখলাম কিভাবে টিকলি এবং ডোরা একে অন্যের সাথে পরিচিত হলো। এভাবে বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের বিভিন্ন মানুষের সাথে পরিচিত হতে হয়। তাহলে চলো কিভাবে নিজের পরিচয় দেওয়া এবং অন্যের পরিচয় জানতে হয় সেগুলো শিখে নিবো।
উপরের সংলাপে টিকলি তাদের কথোপকথন শুরু করে ‘Hello! Good morning’ বলে। এর মানে হলো শুভেচ্ছা জানানো। Hello! এবং Good morning এর পাশাপাশি আমরা চাইলে আরও কিছু শব্দের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারি। যেমন: Hi, good noon, good afternoon, good evening ইত্যাদি। আবার টিকলি কথোপকথন শেষ করেছে ‘Good bye!’ বলে। এই রকম আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা কথোপকথনের শেষে অথবা বিদায়ের সময় বলতে পারি। যেমন: Bye, see you later, have a good day, nice to meet you, good night ইত্যাদি।
এরপর খেয়াল করবে যে ডোরা টিকলিকে প্রশ্ন করলো ‘Who are you?’। এখানে Who হলো একটি WH প্রশ্নবোধক শব্দ। এইরকম আরো কিছু প্রশ্নবোধক শব্দ আছে যেগুলো ব্যবহার করে আমরা অন্যকে প্রশ্ন করতে পারি। যেমন: where, how, why, what, when ইত্যাদি। WH প্রশ্নবোধক শব্দের ব্যবহার জানতে নিচের পিডিএফ এ ক্লিক করতে পারো।
অনুশীলন ১: নিচের বক্স থেকে WH প্রশ্নবোধক শব্দ নিয়ে সঠিক জায়গায় বসাও। যেগুলো তুমি প্রয়োজনে বিভিন্ন সময় ব্যবহার করতে পারবে।
Where Why What How When
1. _________ are you?
2. _________ is your father’s name?
3. _________ do you live?
4. _________ are you crying?
5. _________ when are your train leaving?
অনুশীলন ২: এখন তোমাদের পাঠ্য বইয়ের ২নং পৃষ্ঠায় দেওয়া কথোপকথনটি পড়ে ৩নং পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখ।
এখন ডোরা যখন টিকলিকে প্রশ্ন করলো ‘Who are you?’ তখন টিকলি বললো ‘I am Tikli’। এর মাধ্যমে টিকলি তার নাম বললো অর্থাৎ নিজের পরিচয় দিলো। আবার অনেক সময় পরিচয় দিতে গেলে আমাদের নাম ছাড়াও আরো কিছু তথ্য দিতে হতে পারে। যেমন: আমরা কোন শ্রেণীতে পড়ি, কোথায় বাস করি ইত্যাদি।
অনুশীলন ৩: নিচের শূন্যস্থান গুলো তুমি তোমার তথ্য দিয়ে পূরণ করো এবং তুমি তোমার বাসার কারোর সাথে নিজের পরিচয়ের বাক্যগুলো চর্চা করো। দেখবে তুমি তোমার পরিচয় ইংরেজিতে কত সুন্দর করে দিতে পারছো।
Hello! Good morning. My name is __________. I came from __________. I live in __________. I read in class __________. I am __________ years old. My father’s name is __________. My mother’s name is __________. My favourite colour is __________. I like to eat __________. I like to play __________.
আজকে তাহলে এখানেই শেষ করি কারন এখন আমার কিছু ছবি আঁকতে ইচ্ছে করছে। তুমিও চাইলে আমার এবং আমার বন্ধু ডোরার ছবি আঁকতে পারো তাহলেই আমরা খুব ভালো বন্ধু হয়ে যাবো এবং অন্য দিন আবার আমরা একসাথে পড়াশুনা করবো।

লেখক: ফেলো, ২০২০ কোহর্ট, টিচ ফর বাংলাদেশ
এই পাঠের আরো বিস্তারিত পেতে এবং আরো মজার মজার অনুশীলন পেতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন: Grade 5_English_content 1_PDF

 

পূর্ববর্তী নিবন্ধ১৩ জুন স্কুল-কলেজ খোলার প্রস্তুতির আদেশ
পরবর্তী নিবন্ধবেড়িবাঁধ ভেঙে ২০ হাজার মানুষ পানিবন্দী