আ. লীগ নেতা উকিল আহমদ তালুকদারের ইন্তেকাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা উকিল আহমদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতা নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ৭ মে দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর এবং ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আউতার রহমান ও সহসভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৩২৯ লিটার অবৈধ স্পিরিট উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা