রাঙ্গুনিয়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা উকিল আহমদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতা নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ৭ মে দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর এবং ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আউতার রহমান ও সহ–সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।










