আয়ুরেখা ভেদ করে এসেছি আবার
এই তো আমিই ছিলাম মৃত্তিকাতলে
মনে তো পঙে না এই কোন জন্মান্তর!
ভুলেছি সকল বেদনার হলাহল
জন্ম কুণ্ডলিকা পোঙে সময় রেখায়
ভাগ্যরেখায় হেঁটেছে আয়ুর অনল।
জীবন গিয়েছে বাঁকা পথ পারাবার
খেলে বসন্তবিলাস ধুলোমাটি ঘর
চিনেছি তবু বুঝিনি মায়ার সংসার।
পঙে আছে কিছু প্রেম, নীলাজ বেদনা
কিছু কথা ঢেকে রয় অকথার ঘরে
হরষে বিষাদে বাজে তার মনোবীণা।
জাতিস্মরের মতোন এসো সন্তরণে
নব সুরে তুলে নেবো ভুল স্বরলিপি
প্রেমে অপ্রেমে আবার গাহিবো দুজনে।
জীবনের কিছু সুর বাজুক বেসুর
আয়ুরেখা আঁকি তবু বেহাগ বিদুর।







