আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। তিন ওয়ানডে, তিন টিটোয়েন্টি ও এক টেস্ট খেলতে ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে তারা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হবে আগামী ১৪ মার্চ। তবে আইরিশরা চলে আসবে ১২ মার্চই। মূল সিরিজের আগে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ। সিরিজের সূচি সোমবার জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সর্বশেষ ২০০৮ সালে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে সাড়ে তিন বছর পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে মাঠে নামবে তারা। দুই দল এই প্রথম একে অপরের বিপক্ষে টেস্ট খেলবে। এই সফর শুরু হবে ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ একই স্টেডিয়ামে হবে ২০ ও ২৩ মার্চ। এরপর ২৭ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টিটোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গণহত্যা স্মরণে প্রদীপ প্রজ্বলন
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেটে চসিক গ্রীনের জয়