জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহানগর জাসদের উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে জাসদ নেতা কর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীণ আক্তার এমপি।
বক্তব্য দেন, প্রতিষ্ঠাকালীন জাসদ নেতা অধ্যক্ষ আহম্মদ শরীফ মনির ও সাংবাদিক নাসিরুদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল। আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসাইন, মোহাম্মদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, নুরুল আবছার, মহানগর জাসদ নেতা মফিজুর রহমান, জাফরুল আলম আলম, একেএম শামছুদ্দীন, বোধিপাল বড়ুয়া, আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথি শিরীণ বলেন, মুক্তিযুদ্বের ২টি অর্জন ১টি বাংলাদেশের স্বাধীনতা অপরটি জাসদ।
বাংলাদেশের অস্তিত্ব বিনাশী কোনো শক্তির সাথে জাসদ আপস করবে না। যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। তিনি বাজার সিন্ডিকেট ও রাষ্ট্রের সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে চট্টগ্রামবাসীর দাবির প্রতি একাত্ম ঘোষণা করে আয়তনের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স নেওয়ার দাবি জানান।