আড়াই মাস পর চালু হলো সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

আড়াই মাস বন্ধ থাকার পর আবার উৎপাদনে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গত রোববার (২০ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে আনোয়ারার রাঙাদিয়ায় অবস্থিত এই সার কারখানাটি উৎপাদন শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সিইউএফএল সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান খান বলেন, কারখানার উৎপাদন বন্ধ থাকায় আমরাও হতাশ ছিলাম। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর এটি আবার সচল হলো।
সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ কারখানাটি গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে যায়। এর আগে ২০২১-২২ অর্থবছরে ১ লাখ ২ হাজার ৯৩৬ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি।
কারখানাটি স্বাভাবিক উৎপাদন ক্ষমতায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনে সক্ষম হলেও বর্তমানে ১ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদিত হচ্ছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধমেলা জমবে, আশা সকলের
পরবর্তী নিবন্ধচীনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের সুপারিশ সংসদীয় কমিটির