নগরীর ফিশারিঘাটে অভিযান চালিয়ে আড়াই টন (দুই হাজার ৫শ’ কেজি) জাটকা জব্দের পর সেগুলো বারোটি এতিমখানায় বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার কোতোয়ালী থানাধীন ফিশারিঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণের এ জাটকা জব্দ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম আজাদীকে বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল চারটি জাহাজে বিপুল পরিমাণের জাটকা অভয়মিত্র ঘাট দিয়ে খালাস করার বিষয়টি। এই ধরণের তথ্য পেয়ে রোববার সকাল থেকে অভয়মিত্রঘাটে অবস্থান নিয়েছি। কিন্তু সেখানে জাটকার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফিশারিঘাটে অবস্থান নিলে সেখান থেকে আড়াই টন (৬২ মণ) জাটকা জব্দ করা সম্ভব হয়েছে। এ সময় মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এ দু’জনকে ধরে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মৎস অধিদপ্তর ও কোস্ট গার্ড বাহিনীর সদস্যরাও অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।