এ বছর শুনবো না আর এই চিরায়ত কথাটি। শীত-বসন্ত পেরিয়ে চৈত্রের ঝকঝকে নীল আকাশ মনে করিয়ে দেয় বৈশাখ আসছে।কিন্তু এবার কেউ মেতে উঠবেনা ছায়ানটের গানে আর চারদিক মুখরিত হবেনা বৈশাখী আমেজে। বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে সব পরিকল্পনাই কেড়ে নিলো করোনা।
পহেলা বৈশাখ মানেই ঝালর মোড়ানো দোকানে দোকানে হালখাতা, পরিপাটি ঘরদোর, শাড়ি-পাঞ্জাবিতে উচ্ছল তরুণ-তরুণী আর রাজপথ দাপিয়ে বেড়ানো ছোট ছোট সোনামণি। বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রায় সাদা মেঘের মতো ভেসে বেড়ানো, পুরানোকে পেছনে ফেলে নতুন পোশাকে নতুন দিনের শুরু। এবার এর কিছুই হবেনা, হাজার বছরের বাঙালির ঐতিহ্যে ছেদ পড়লো করোনা পরিস্থিতিতে। অবশ্যই এ যুদ্ধে জয়ী হয়ে, আসছে বছর আমরা আবার মিলিত হবো প্রাণের উৎসবে দ্বিগুণ উচ্ছ্বাসে। আবার গাইবো মেলায় যাইরে……..