স্থানীয় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবদুল মান্নান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত আহলা-করলডেঙ্গা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনসুর আহমদ বাবুলের বিরোধিতা করে বিএনপি প্রার্থীর জয়ে সহযোগিতা করায় এ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আহলা-করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মান্নানের কাছে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে হেরে যান। এর জেরে গত ৯ জানুয়ারি প্রথমে পদ হারান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি। সর্বশেষ গতকাল বিলুপ্ত করা হল ইউনিয়ন কমিটিও।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবদুল মান্নান রানা বলেন, ইউপি নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করায় মুরাদ হাসান ও জাহেদুল ইসলামের নেতৃত্বাধীন এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য অল্প দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।