আহত সময়ের হাসি

শামীম ফাতেমা মুন্নী | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:০৪ পূর্বাহ্ণ

চলে যেতে চাও?
বুকের জমিন মাড়িয়ে যদি যেতে চাও, তবে যাও।
জেনে যাও, বুকের কাদামাটিতে দাগ থেকেই যায়।

কখনো স্বভাববিরুদ্ধ প্রতিবাদ করা হয়নি কিছুরই,
সরল বিশ্বাসে সাজানো জীবন প্রতিমায়
ছুরিকাঘাত হয়েছে বিশ্বাসের পিঠেই বারবার,
কতটুকুই বা আহত সে ইতিহাস জানো?

ফিরে যেতে চাও?
বিশ্বাসের ভিত নাড়িয়ে যদি যেতে চাও,
তবে ফিরে যাও।
মেনে নাও, কখনোই প্রগাঢ় অস্তিত্ব ছিলো না মায়ার।

কখনো ঈর্ষান্বিত হওয়ার অবকাশ মেলার
পরও ঈর্ষা হয়নি,
মৃদু হাসিতে আড়াল করা অনুতপ্ত
সময়ের আহত অভিমান,
আবারো একবার না হয় আহত হলো সরলতা,
বিবেক বলে কিছু আছে, এ কথা মানো?

ভুলে যেতে চাও?
প্রেমকে অস্বীকার করে যদি ভুলতে চাও,তবে ভুলতেই পারো।
শিখে নাও, সমাপ্তির যেখানে শেষ সূচনার
শুরুটা সেখানেই

পূর্ববর্তী নিবন্ধবিজয় আসুক সবুজ শ্যামল প্রাঙ্গণে
পরবর্তী নিবন্ধসোনার বাংলা