আসুন দায়িত্বশীল হই, দেশকে ভালবাসি

| বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আমাদের ভালোবাসার মাতৃভূমি, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। আমি আমার দেশকে মায়ের মতো ভালোবাসি। ভালোবাসি দেশের মানুষকে, ভালোবাসি মাতৃভূমির সবকিছুকে। অবশ্য, দেশকে ভালোবাসা দরকার আমার, আপনার, সকলের। কারণ এ দেশ সকলের, সব নাগরিকের। তাই, স্বদেশপ্রেমের মাধ্যমে, নিজে জেগে ওঠে, সবাইকে জাগিয়ে দেশকে দিন দিন উপরের দিকে নিয়ে যাওয়া আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। বিগত কয়েকমাস যাবৎ দেখি টেলিফোন কর্তৃপক্ষ বাসায় ফোন বিল পাঠায়নি, পাঠাননি মোবাইলে কোন এসএমএসও। এমতাবস্থায়, স্বউদ্যোগে বিটিসিএলএ যোগাযোগ করে জানা যায়, নয় হাজার টাকার অধিক বিলও বাকি আছে। বাসায় আছে টেলিফোনের কানেকশন। কিন্তু কর্তৃপক্ষের নেই কোন কামিউনিকেইশন। এটা কি টেকনিক্যাল্‌ কোন সমস্যা! না অন্য কিছু! আমার আবেদন প্রতি মাসে মাসে বিল দেয়া হোক। যাই হোক, আমাদের প্রত্যেককে যার যার অবস্থানে দায়িত্বশীল হওয়া উচিত। গ্রাহক হিসেবে আমারও আর কর্তৃপক্ষ হিসেবে তাদেরও। এতে করে একদিকে দেশপ্রেম জেগে উঠবে। অন্যদিকে দায়িত্বশীলতারও উন্মেষ ঘটবে। প্রত্যেকে যার যে দায়িত্বকর্তব্য তা পালন করলে কিংবা সে সম্পর্কে সজাগ হলে, দেশে কোন সমস্যা থাকার কথা নয়। বা সমস্যা অনেকাংশে কমে যাবে। তাই, আসুন সবাই দায়িত্বশীল হই, আর দেশকে ভালবাসি।

স্বপ্না চক্রবর্তী

রহমতগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনবাব সিরাজউদ্দৌলা : বাংলার অস্তমিত সূর্য
পরবর্তী নিবন্ধপরিবারে আবারো ক্যান্সার