মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় মেসার্স আসিয়ানা ট্রেড সার্ভিসের মালিকসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরা হলেন, মালিক মোছা. হাসিনা আক্তার, স্বামী মো. নুরুল আবছার, মেয়ে নুসরাত আন্দলিব ও ছেলে শামিলা ইরাম। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের কাছে একটি আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৪ কোটি ১০ লাখ ৮২ হাজার ৬৫২ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স আসিয়ানা ট্রেড সার্ভিসেসর মালিকসহ চারজনের বিরুদ্ধে ২০১৪ সালে একটি অর্থঋণ মামলা হয়। এ মামলায় পরের বছরের ১৮ জুন ব্যাংকের পক্ষে রায় ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৫ সালের ৪ নভেম্বর টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।