আসামি শাওনের জামিন না মঞ্জুর ভিডিও ছড়ানো বন্ধের নির্দেশ

চবিতে যৌন নিপীড়ন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ভিডিও ছড়ানো বন্ধে ব্যবস্থা নিতে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহম্মেদ ভূঁঞা শুনানি শেষে এ নির্দেশ দেন। একই সঙ্গে এই মামলার আসামি নুর হোসেন শাওনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। সে হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। শুনানির সময় চবির প্রক্টরিয়াল বডি, মামলার তদন্ত কর্মকর্তা ও ভিকটিম নিজেও আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, এ ঘটনায় কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রক্টরিয়াল বডির কাছে বিচারক জানতে চাইলে উত্তরে তারা বলেন, ইতিমধ্যে জড়িতদের বহিস্কার এবং বিশ্ববিদ্যালয় এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। একপর্যায়ে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে তদন্তের কাজে সহযোগিতা করার জন্য, ছাত্র ছাত্রীদের চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের পড়ালেখার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য প্রক্টরিয়াল বডিকে নির্দেশ দেন। শুনানিতে বিচারক ভিকটিমের কাছে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন উল্লেখ করে পিপি বলেন, ভিকটিমকে জিজ্ঞেস করা হয় কাঠগড়ায় দাঁড়ানো আসামি শাওন ঘটনার দিন রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা। জবাবে ভিকটিম বলেন, হ্যাঁ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর শাওনের জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করলে বিচারক গতকালের জন্য দিন ধার্য করেছিলেন এবং ধার্য তারিখে চবির প্রক্টরিয়াল বডিকে তলব করা হয়। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা ও ভিকটিমকে হাজির থাকতে বলা হয়।
গত ১৭ জুলাই রাতে চবির প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে হাটহাজারী থানায় মামলা করলে ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন, ২য় বর্ষের ছাত্র মাসুদ রানা ও সাইফুল।

পূর্ববর্তী নিবন্ধগাছে যুবকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধস্কুলে মা সমাবেশে ইউএনডিপির ভুয়া কর্মকর্তা!