মীরসরাই উপজেলার ওচমানপুরে মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলার এজাহার ভুক্ত পিতা ও পুত্র পুলিশের হাতে আটক হয়। ১ নং আসামি পুত্র শাহাদাত হোসেন রনি ( ২২) ও ২ নং আসামি পিতা রাজা মিয়া ( ৬০) কে নোয়াখালীর চর জব্বার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসাইন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় জোরারগঞ্জ থানার এসআই আজিজসহ সঙ্গীয় ফোর্স বিশেষভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আজ মঙ্গলবার তাদের চট্টগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, যে গত ২৮ মে উপজেলার ওচমানপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহজাহানকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করে। সম্পর্কে এরা নিহতের ভাই ও ভাতিজা। পুলিশ ভিন্ন রকমের কৌশলে ফাঁদ পেতে এই পিতা-পুত্রকে নোয়াখালী থেকে আটক করে।