আসামির কামড়ে পুলিশ সদস্য আহত

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় আটক আসামির কামড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রিজের পাশ থেকে ভুবনজয় চাকমাকে (৪২) আটক করে পুলিশ। ভুবনজয় চাকমা রূপকারী ইউনিয়নের ঝগড়াবিল এলাকার মৃ প্রতুল চাকমার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সূত্র জানায়, মারিশ্যাছড়া ব্রিজের পাশ থেকে ভুবনজয়কে আটক করার সময় সে পুলিশ সদস্যকে কামড়ে দেন। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার : এদিকে, জেলার রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে চোলাই মদসহ গত মঙ্গলবার রাতে এক পাচারকারীকে গ্রেপ্তার করে চন্দ্রঘোনা থানা পুলিশ। গ্রেপ্তার মংছো মারমা (৩৮) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার মংসাংখই মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি মো. আনচারুল করিম ৭৫ লিটার চোলাই মদসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধকোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর মজুদ ৭ দিনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধরেলে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ২৪ মার্চ থেকে