আসন্ন বাজেটে যুবসমাজের উন্নয়নে বিশেষ বরাদ্দ জরুরি

প্রাক বাজেট সংলাপে বক্তারা

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজের অগ্রগতির সাথে সংশ্লিষ্ট সকল খাতের জন্য বাজেটে সুষম বরাদ্দ, বন্টন ও তা বাস্তবায়ন হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। দারিদ্র্য জনশক্তি উন্নয়নের পথে অন্তরায়। তাই ২০৩১ সাল নাগাদ দারিদ্র্য হার সর্বনিম্নে নামিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন করতে যুব সমপ্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও সকল বয়সের মানুষের জন্য সমান সুযোগ যেন নিশ্চিত হয় সেদিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন জরুরি। এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে ‘জাতীয় বাজেট : তারুণ্যের সংলাপ’ এ চবি অধ্যাপক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দীন একথা বলেন। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব ও ঢাকা টীমের কমিউনিকেশন এঙিকিউটিভ তনিমা রহমানের যৌথ সঞ্চালনায় এসডিজি ইয়ুথ ফোরাম ফেইজবুক পেইজ থেকে গত ২ মে সরাসরি সমপ্রচারিত সংলাপে মূখ্য আলোচক ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। স্বাগত বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা।
নাহিম রাজ্জাক এমপি বলেন, করোনা মহামারীর প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাত। বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আসন্ন বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ করা দরকার। পাশাপাশি কর্মক্ষম জনগোষ্ঠীর সক্ষমতাকে কাজে লাগাতে উদ্যোক্তাদের উৎসাহিত করা ও তাদের জন্য উপযোগী ব্যবস্থা গড়ে তোলাই হবে সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের জন্য উপযোগী। ‘জাতীয় বাজেটঃ তারুণ্যের সংলাপ’ এ অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক প্রজেশ কুমার সাহা, রিহ্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, আরিফুর রহমান, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাঈদুল আরেফিন, ইঞ্জিনিয়ার ইমরান, লায়ন এম.এ. মান্নান, ফারহানা বারী, সোহেল আখতার খান, অলিউর রহমান, আবির আহমেদ, তাওসিফ, আইভি আক্তার, সৈকত দাশ, প্রেম কুমার ত্রিপুরা, নাইমুল হায়দার রিজভী, তানভীর আহমেদ সিদ্দিকী, সাদমান সাকিব, মশিউর রহমান, মিশুক রায়, হাসান উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ২৪ দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধটেক্সি-টেম্পো চলাচলের অনুমতি প্রদানের দাবি