নগরীর আসকার দীঘির পাড়স্থ শ্রীশ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান গত ২১ অক্টোবর উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক অলকেশ দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব কাষ্ণন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর। প্রধান বক্তা ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বীর মুক্তিযোদ্ধা পান্টুলাল সাহা, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেব রায়।
আরো বক্তব্য রাখেন বিশ্বজিৎ পাল, ভাস্কর চৌধুরী পার্থ, প্রণয় দাশ, সৌমিত্র দাশ, পলাশ কানুনগো, ছোটন দাশ, ধ্রুব জ্যোতি দে, অঞ্জন চক্রবর্তী, অঞ্জন দে, সিপ্লব গুপ্ত, পলাশ বিশ্বাস, রাজীব দত্ত, মিথুন শর্মা, ঝুন্টু দাশ, শান্তু দে, দিগন্ত দাশ প্রমুখ। শেষে অনুষ্ঠিত র্যাফেল ড্র’তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চন্দন ধর বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ও সমাজের বিশৃঙ্খলা দূর করা সম্ভব।