আশেকানে আউলিয়া মাদ্রাসায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড হাজীপাড়াস্থ আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানায় গত ২ মার্চ বুধবার ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে দুই শতাধিক গরিব দুস্থ রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসাসেবা দেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী। আলোচক ছিলেন মুহাম্মদ মাহবুবুল আলম, এস এম আহসান উল্লাহ, শেখ আরিফুর রহমান, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম কামাল, শাহাদাত হোসাইন, মুহাম্মদ ইমরান, শামিমা আক্তার, শামিমা বেগম, কামরুন্নাহার, রোকেয়া বেগম, ফারজানা আফরোজ, আবদুল বারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার চিত্রাংকন ও দেশের গান প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধখোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ মরার উপর খাড়ার ঘা : সুজন