আল হেরা আদর্শ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

নগরীর আল হেরা আদর্শ মাদরাসা খুলশী শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও শাহ নেওয়াজ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা মমতাজ উদ্দিন কাদেরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা কারী মাওলানা মুহাম্মদ মুসা, হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ জাকারিয়া খালেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিব উল্লাহ সোহাইল, মাওলানা কারী বেলাল উদ্দিন, মানবিক পুলিশ মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন ট্রেন চালুর দাবি জোরালো হচ্ছে
পরবর্তী নিবন্ধচুনতিতে সন্ত্রাসী হামলায় আহত কৃষকের মৃত্যু