আল-হামিম ইনস্টিটিউটে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চলছে মধুমাস জৈষ্ঠ্য। প্রচণ্ড গরমে পাকতে শুরু করেছে আম, জাম, লিচু কাঁঠালসহ গ্রীষ্মকালীন নানান ফল। ‘মৌসুমি ফল খান, সুস্থ থাকুন বারো মাস’‘-এই প্রতিপাদ্যে গতকাল রবিবার নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলহামিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ফল উৎসব’। আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুলের মতো মৌসুমি ফলসহ দেশিবিদেশি প্রায় ত্রিশ ধরনের ফলের প্রদর্শনী হয়। শিক্ষার্থীদের হাতেকলমে পরিচিত করানো হয় সবগুলো ফলের সাথে।

কোন ফলের কী ভিটামিন, কী উপকারিতা তাও তুলে ধরা হয়। অনেক শিক্ষার্থী তাদের প্রিয় ফলের মতো করে সেজে এসেছে। সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব কোমলমতি শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করে তুলবে।’ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধটিআইসিতে নজরুল জন্মজয়ন্তী আজ