আল-হামিম ইনস্টিটিউটের উদ্যোগে গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল-ক্যাম্পাসের মনোরম চত্বরে সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াত মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এস এ কর্পোরেশনের জিএম মুহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার অধ্যাপক ও সিনিয়র মুহাদ্দিস শাইখ আফিফ ফুরকান মাদানি হাফিজাহুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন তাওহিদ উম্মাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ওমর ফারুক হাফিজাহুল্লাহ। অনুষ্ঠানে মোট ৫টি স্টলে প্রদর্শন করা হয় ১৫টি ক্যাটাগরির বই। কুরআন, হাদিস, তাফসির, আকিদা, ফিকহ, সিরাহ, ইতিহাস, জীবনী, উপন্যাস, গল্প, কবিতা, বিজ্ঞান, অভিধান ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের নানান বইয়ের সঙ্গে পরিচিত করা হয় কোমলমতি শিক্ষার্থীদের। চারুকলা ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর জন্য ছিল আলাদা স্টল। দ্বিতীয় পর্বে ছিল আল-হামিম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন, আরবি, বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, শিক্ষামূলক নাটক মঞ্চায়নসহ বিভিন্ন পারফরমেন্স। অবশেষে শাইখ আফিফ ফুরকান মাদানির হাতে পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আয়োজনের সার্বিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন এস এ কর্পোরেশন ও আল-হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম। প্রেস বিজ্ঞপ্তি।