আল বেদা আল বেদা হে
শাহরু রমজান
তোমায় বিদায় জানাতে আজ
কাঁদে আমার প্রাণ।
খোদার বান্দা পেলো তোমার
বেহেশতী সওগাত
ভরিয়ে দিলে পুণ্যে তুমি
গুনাহগারের হাত।
রহমতে সিক্ত হলাম
সকল পাপী তাপী
সব গুনাহগার পেয়েছে আজ
খোদা তা‘লার মাফি
আবার যেন বন্দী না হই
শয়তানদের হাতে
সারা জীবন রেখো রমজান
তোমার মহিমাতে।