আল্লামা সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহ.) স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার উদ্যোগে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল শাহসুফি সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর স্মরণে আলোচনা সভা, গেয়ারভী শরীফ ও মিলাদ মাহফিল গত ১ জুন উত্তর পতেঙ্গা হযরত মাসুম ফকির (রহঃ) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা সৈয়দুল আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মুদাররিস মাওলানা এখলাসুর রহমান, হযরত ওসমান গনি জুন্নুরাইন (রাঃ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান, মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ তাহেরী, মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মুদাররিস মাওলানা তাওহীদুল্লাহ আনোয়ারী, মাওলানা মাহবুব আলম, কারী মাওলানা সাইফুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন, হযরত মাসুম ফকির (রহঃ) জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা মাকসুদ আলম, মাওলানা ইব্রাহীম, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সাজ্জাদ আলম কাদেরী প্রমুখ। বক্তারা বলেন, হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এমন একজন মহান সাধকের নাম, যিনি সুদূর আফ্রিকা থেকে মিয়ানমার পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৩ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল