ফটিকছড়ি তেলপারইস্থ সৈয়দবাড়ি দরবারে আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ) ২৯তম দুইদিনব্যাপী বার্ষিক ওরশ (১৪–১৫ ডিসেম্বর) দরবারে অনুষ্ঠিত হবে। আজ শনিবার ওরশ শরীফের প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও খতনা। কাল রবিবার ওরশ শরীফের সমাপনী দিবসের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে বুখারি, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ:), হুজুর কেবলার (রহ) জীবনী আলোচনা, রাতে মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। মাহফিলে সভাপতিত্ব এবং দেশ ও জাতির শান্তি কল্যাণ সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করবেন সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। ওরশ শরীফে সবাইকে অংশগ্রহণ করার জন্য দরবারের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।