আল্লামা ইয়াহইয়া হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি নির্বাচিত

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আল জামিয়াতুল আহলিয়াহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মোহাম্মদ ইয়াহইয়া। গত বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে পরিষদের কার্যকরী কমিটি ও শূরা কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল হুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরীস।
এছাড়া শূরা কমিটি মাওলানা হাবিবুল হক বিন খালেদকে সাংগঠনিক সম্পাদক ও হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীকে অর্থ সম্পাদক ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করে।
সভার শুরুতে সদ্য প্রয়াত সংগঠনের সাবেক প্রধান পৃষ্ঠপোষক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.), সাবেক সভাপতি আল্লামা নোমান ফয়জী (রহ.) ও সহসভাপতি মাওলানা মোস্তফার (রহ.) ইন্তেকালে এক শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরানার্স আপের লড়াইয়ে শতদল
পরবর্তী নিবন্ধইডিইউর শিক্ষার্থী নিয়োগে ক্যাম্পাসে কেডিএস গ্রুপ