আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলার (র:) মাজার পুন:নির্মাণ কমিটির ৩য় সাধারণ সভা গত সোমবার মাজার শরীফ পুন:নির্মাণ কমিটির সভাপতি, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর দেওয়ানহাটস্থ মোস্তফা হাকিম গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্যসূচী মোতাবেক মাজার পুন:নির্মাণের জন্য মুসল্লিদের কাছে থেকে দান/অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে হিসাব প্রতিবেদনটি অনুমোদিত হয়। মাজার পুন:নির্মাণ কমিটির সভাপতি মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর রহমতে মাজার শরীফ পুন:নির্মাণের কাজ শেষ পর্যায়ে। আগমী ১৪ ফেব্রুয়ারি ওরশ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি বাদে আছর মাজারে পবিত্র গিলাফ ছড়ানো হবে এবং দরবারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আসন্ন পবিত্র শবে-বরাতের পরে এবং পবিত্র রমজানের আগে মধ্যবর্তী সময়ে মাজার শরীফের উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ অছিয়র রহমান, মোহাম্মদ হারুন সওদাগর, শাহজাদা সৈয়দ এনামুল হক আলকাদেরী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ নাজমুল হক আলকাদেরী, মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুস রেজভী, মোহাম্মদ বদরুল হক আলকাদেরী, দিদারুল আলম আলকাদেরী ও শেখ মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












