আলো রাণী বড়ুয়া

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালী বৌদ্ধ সমিতির আজীবন সদস্য ও চট্টগ্রাম দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পরিচালক আর্যপ্রিয় মহাস্থবিরের মাতা আলো রাণী বড়ুয়া (৭০) গতকাল শুক্রবার সকালে পরলোকগমন করেছেন। আলো রাণী বড়ুয়া ৪ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার অনিত্য সভা ওইদিন বিকালে বাঁশখালীর শীলকূপে নিজ বাড়িতে ভদন্ত শীলরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির, দেবমিত্র মহাস্থবির, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, তিলোকাবংশ মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাস্থবির, শিক্ষক বগলা ভুষণ বড়ুয়া, সুব্রত বিকাশ
বড়ুয়া, এডভোকেট আশীষ বরণ বড়ুয়া, সুমিত্র সেন বড়ুয়া, ভুপাল বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, দুর্লভ বড়ুয়া, পিয়াল বড়ুয়া প্রমুখ অংশ নেন। উল্লেখ্য, আলো রানী বড়ুয়া উপজেলার শীলকূপ গ্রামের প্রয়াত বিধু ভুষণ বড়ুয়ার স্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রসহ তিন চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভাকে ময়লাবাহী ১২টি রিকশাভ্যান প্রদান