আলো নিভিয়ে ভয়াল কালরাত্রি স্মরণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালরাত্রি স্মরণে সারাদেশের মতো চট্টগ্রামেও রাত ৯টায় ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়েছে। এছাড়া শহীদ পরিবার এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদ মিনার ও ফয়’স লেক বধ্যভূমিসহ বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
শিল্পকলা একাডেমি : চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোক প্রজ্বালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। এসময় তিনি বলেন, ২৫ মার্চের ভয়াল সেই রাতের শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে। এছাড়া রাত ৯টা ১মিনিটে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নির্বাহী সদস্য কঙ্কন দাশ, জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন, বিশিষ্ট নাট্যজন সনজীব বড়ুয়া, কাজল সেন, শামসুল কবির লিটন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু প্রমুখ।
চেরাগি চত্বর : বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চেরাগি চত্বরে প্রদীপ প্রজ্জ্বালন, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, দেওয়ান মাকসুদ ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। সংগঠনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট সুভাস চক্রবর্তী, অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধনের সদস্যবৃন্দ। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করে সুতপা মজুমদার, ইতু সাহা, পৃথুলা চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ফারুক তাহের, মো. মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, জেবুন নাহার শরমিন, স্নিগ্ধা শিকদার, বোধনের আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ প্রমুখ। দ্বৈত নৃত্য পরিবেশন করে পাপিয়া বৈদ্য ও অদিতীয়া দেবী। দীপা ঘোষের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে দীপান্বিতা নৃত্যাঙ্গন একাডেমি। দলীয় সঙ্গীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি ও সন্দীপন সেন একা।
জামালখান মোড় : নগরীর জামালখান মোড় এলাকায় ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ জাতীয় গণহত্যা দিবস স্মরণানুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন, রাশেদ হাসান, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, হাসান জাহাঙ্গীর, দেবাশীষ রুদ্র, নিশাত হাসিনা শিরিন ও ইসমাইল চৌধুরী সোহেল। অনুষ্ঠানে সঞ্জয় পালের সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন বিপ্লব কুমার শীল, পাভেল আল মামুন, জসীম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, সুনিপুন সেনগুপ্ত, সুচিত্রা বৈদ্য, ত্রয়ী দে, প্রিয়াংকা দাশ, পলি সরকার, শুভ্র রায়, অংকিতা ভট্টাচার্য, জান্নাতুল আফসান, ঈশা দে, সুকন্যা বৈদ্য, রাজদ্বীপ চৌধুরী। শেষে বঙ্গবন্ধু স্মরণে ‘শোনো একটি মুজিবরের থেকে’ বৃন্দ পরিবেশন করা হয়।
আইইবি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল মোমবাতি প্রজ্জ্ব্বালন করা হয়। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কেন্দ্রের কাউন্সিল সদস্য ও প্রকৌশল সদস্যরা মোমবাতি প্রজ্জ্ব্বালনে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজ খুলবে ২৩ মে
পরবর্তী নিবন্ধএ দেশ আমার অহংকার