আলীকদমে ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে তৃষা মনি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল সোমবার উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৃষা মনি একই এলাকার জাহেদুল ইসলামের কন্যা। সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় চকরিয়া থেকে বেপরোয়া গতির আলীকদমগামী একটি ডাম্পার গাড়ি শিশু তৃষা মনিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে করে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, ঘাতক গাড়ি ও চালককে আটক করার জন্য অভিযান চলেছ।












