অসচ্ছলদের মাঝে হোছনে আরা মনজুর ট্রাস্টের মশারি বিতরণ

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:০৪ পূর্বাহ্ণ

সাবেক মেয়র ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম গতকাল সোমবার নগরীর এক হাজার অস্বচ্ছল প্রান্তিক ও বস্তিবাসীদের মাঝে মশারি বিতরণ করেন। মশাবাহিত ডেঙ্গুজ্বর সহ নানা অসুখ-বিসুখ থেকে সুরক্ষা পেতে তার এ কর্মসূচি।

মোস্তফা-হাকিম অডিটরিয়ামে মশারি বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, লোকমান আলী, আবদুল মান্নান প্রমুখ।

মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র বলেন, অসচ্ছল, প্রান্তিক ও নিঃস্ব জনগোষ্ঠী নানাভাবে কষ্ট করে জীবনধারণ করে। তারা বিভিন্ন বস্তি ও নোংরা এলাকায় থাকতে বাধ্য হয়। তাদের আয়- রোজগার নেহায়েত কম।

তাদের পক্ষে মশারি ক্রয় করা সম্ভব নয়। মানবিক কাজের অংশ হিসেবে সমাজের সর্বনিম্ন আয়ের জনগোষ্ঠির স্বাস্থ্য নিরাপত্তার জন্য মশারি বিতরণ করা হয়। তিনি তাদের মানবিক সেবাধর্মী সকল কাজে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি পরিদর্শন
পরবর্তী নিবন্ধআলীকদমে ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু