আর কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না

শেখ হাসিনার কারাবন্দি দিবসের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন করা হয়েছে। কর্মসূচিতে ছিল-দোয়া মাহফিল, আলোচনা সভা, খাবার বিতরণ ও বিশেষ মোনাজাত। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আর কোন অগণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবেনা।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেছেন, শেখ হাসিনার শিরা উপ শিরায় বঙ্গবন্ধুর রক্ত বহমান। তাই জনগণের স্বার্থরক্ষায় পিতার মতো তিনিও আপোষহীন, সেটা তিনি বার বার প্রমাণ করেছেন। শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগ গতকাল দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বগুনেই আজ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, এড. বাসন্তী প্রভা পালিত, হারুন অর রশীদ, শেখ ফরিদ চৌধুরী, এড. জুবাঈদা সরোয়ার নিপা প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোসলেহ উদ্দিন মনসুর, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, এড. মির্জা কচির উদ্দিন, আবু সুফিয়ান, খোরশেদ আলম, নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, এড. আবদুর রশীদ, নাছির উদ্দীন চেয়ারম্যান, ছিদ্দিক আহমদ বি.কম, মোহাম্মদ জোবায়ের, আতিকুর রহমান চৌধুরী, জাহেদুর রহমান সোহেল, নাছির উদ্দীন, মোয়াজ্জেম হোসেন বাদল, দিদারুল আলম, মমতাজ উদ্দিন, আবদুল মালেক, মাঈনুদ্দীন চৌধুরী, রাজিন দাশ রাহুল, রাশেদুল আরেফিন জিসান, ফরহাদুল ইসলাম ফরহাদ, শেখ মহিউদ্দিন, এম.এ শাকুর, তানভীর চৌধুরী প্রমুখ।

এম এ লতিফ এমপি : চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে এমপির ৩নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে গতকাল আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। সাবেক কাউন্সিলর মো. আসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা আকবর হোসেন কবি, আজিজ মোল্লা, ফরিদ আহম্মদ কন্ট্রাক্টর, আবু তাহের রাজু, অধ্যাপিকা বিবি মরিয়ম। সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মো. মোক্তার, মঈন উদ্দীন, আব্দুর রহমান, নেছার মিয়া আজিজ, মো. জাহেদ আলী, আনোয়ার আলী, রাশেদ জোবাইরী, সুফিউর রহমান টিপু, জুয়েল প্রমুখ।

রাউজান উপজেলা আওয়ামী লীগ : রাউজান প্রতিনিধি জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল উপজেলা আওয়ামী লীগের মুন্সিরঘাটা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন স্বপন দাশ গুপ্ত, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহদুর, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলুসহ দলের নেতৃবৃন্দ।

যুবলীগ সমাবেশ : নগরীর পতেঙ্গার ৪০নং ওয়ার্ডের কাটগড় মোড়ের সৈকত কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখে যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য দেবাশীষ পাল দেবু। নগর যুবলীগ নেতা মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল মোতালেব রানার সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর চৌধুরী, মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরন্নবী পারভেজ, জাহাঙ্গীর হোসেন শান্ত, মো. লোকমান, এস এম আতিকুর রহমান, আবদুল হালিম, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহেদ খোকন, মো. ইসমাইল, ইমতিয়াজ সুমন, তানভীর হাসান, ফরহাদ আবদুল্লাহ, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, ইয়াসিন আরাফাত, ফারুক হোসেন সুমন, ইকবাল হোসেন রাজু, মাকসুদুর রহমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মাহফুজ আনোয়ার দিপু, পলাশ চক্রবর্ত্তী, সাজ্জাদ, জাবেদ, মিরাজ, আরমান, আবির, বারেক, ইসমাইল হোসেন রুবেল, হানিফ, রোকন উদ্দিন, রোমন, সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা মো. এখলাসুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। শেষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : শেখ হাসিনা কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর একটি হলে দোয়া, মিলাদ ও আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এড. মো. তসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি : শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবস উপলক্ষে গতকাল শনিবার নগরীর কদম মোবারক জামে মসজিদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আসহাব রসূল চৌধুরী জাহেদ, সাবেক ছাত্রনেতা অসীম বনিক, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, আ.স.ম. মঈনুল ইসলাম মনি, আলী রেজা পিন্টু, মো. সেলিম, আদনান মাহফুজ সজীব, এস ইউ জুবায়ের, সাঈদ রহিম, ফররুক আহমদ পাভেল, একরামুল হক রাসেল, অমিতাভ চৌধুরী বাবু, আবুল মনসুর টিটু, কবির আহমেদ, মিন্টু কুমার দে, তুষার ধর, অভিমন্যু রায়, তৌরাফ হোসেন রাফী, তানজীব আহসান জিবু, রাহাত ইমরান, অহিদ বিন ইউনুচ, সৈয়দ তুহিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনিক কর্মকর্তাদেরকে সহকারী কমিশনার পদে পদোন্নতি জরুরি
পরবর্তী নিবন্ধপিজিতের সুরে গাইলেন সমরজিৎ