আর কত মৃত্যু হলে,
সচেতনতায় দেবো না ফাঁকি,
আর কত মৃত্যু হলে,
বলবো, ‘চল সবাই নিরাপদে থাকি’
বাতাসে অক্সিজেনের কান্না,
হাসপাতালে নাই সিট খালি,
মহামারি কি শেষ হয়ে গেছে?
সে আশায় যে গুড়েবালি।
আর কত প্রাণ গেলে,
আমরা সবাই হবো সচেতন,
স্বজনের কান্নায় ভারী বাতাস,
আমরা এখনো অচেতন!
করোনা যাক চলে, স্বজন ফিরুক ঘরে-
কাটুক সব বিপদ!
বিধাতার কাছে, শুধু চাওয়ার আছে-
সবাই থাকি নিরাপদ!