আর্জেন্টিনার সব স্কুলে দেখানো হবে তাদের বিশ্বকাপ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

এক বছরের মধ্যে কোপা আমেরিকা ও ফাইনালিসিমা শিরোপা জিতে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা ফুটবল দল। এছাড়া সবমিলিয়ে তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। আসন্ন কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার ওপর প্রত্যাশা অনেক বেশি। যে কারণে বিশ্বকাপ শুরুর চার মাস আগেই ঘোষণা করে দেওয়া হলো, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির স্কুলগুলোতে টিভিতে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে। আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এ খবর। সাধারণত আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে যায় না। অনেক স্কুল আবার সাধারণ ছুটি দিয়ে থাকে। এবার কাতার বিশ্বকাপে সেসবের কিছুই প্রয়োজন পড়বে না। আর্জেন্টিনার সব সরকারি স্কুলে সরাসরি দেখানো হবে লিওনেল মেসিদের খেলা।

পূর্ববর্তী নিবন্ধএনসিএল-বিসিএল খেলিয়ে মোমিনুলকে ফর্মে ফেরাতে চায় বোর্ড
পরবর্তী নিবন্ধএই সময়ে কোহলিকে সমর্থন দিতে বললেন বাবর আজম