এনসিএল-বিসিএল খেলিয়ে মোমিনুলকে ফর্মে ফেরাতে চায় বোর্ড

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন সদ্য সাবেক অধিনায়ক মোমিনুল হক। দেশে তখন সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আবারও ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে মোমিনুলকে। তবে সেটি ‘এ’ দলের সঙ্গে। তিনি বলেছিলেন মনে হচ্ছে, এটা ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’ কিন্তু গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এ দলের দুটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কোনোটিতেই নেই মুমিনুল হকের নাম। যদিও বিসিবি প্রধান বলেছিলেণ মুমিনুলের এ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া না যাওয়া নির্ভর করবে ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও নির্বাচকদের মতামতের ওপর। ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মত দেননি।
প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে এ দলের সঙ্গে পাঠাতে হবে- পাপন ভাই আমাদের এমন কোনো বার্তা দেননি। তবে আমরা দুদিন আগে বিসিবি অফিসে ক্রিকেট অপস প্রধানের সঙ্গে বসেছিলাম। সেখানে মুমিনুল প্রসঙ্গ উঠেছিল। তাকে নিয়ে কথাও হয়েছে। অন্যদিকে জালাল ইউনুস বলেন আমার মনে হয় মুমিনুল যে অবস্থায় আছে তার জন্য সেরা প্লাটফর্ম হলো এনসিএল ও বিসিএল। সেখানে রান করলে আত্মবিশ্বাস ফিরে আসবে। যেহেতু সভাপতি মুমিনুলকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর ইচ্ছে প্রকাশ করলেও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও নির্বাচকরা একটি বিশেষ কারণে শেষ মুহুর্তে মুমিনুলকে এ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলেন। তাদের ধারনা মোমিনুল এখন অফ ফর্মে। এখন যদি তাকে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হয় আর তিনি যদি সেখানে গিয়েও ব্যর্থ হন তখন তো কোনো পথই থাকবে না তাকে ফেরানোর। এতে মুমিনুলের আত্মবিশ্বাসেও চিড় ধরবে।

পূর্ববর্তী নিবন্ধঅনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর’ বললেন পরীমনি
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার সব স্কুলে দেখানো হবে তাদের বিশ্বকাপ ম্যাচ