রাঙ্গুনিয়ার সরফভাটায় মায়ের সামনে সন্তান খুন এবং ছয় গ্রামবাসীকে কুপিয়ে জখম করার ঘটনায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. শওকত হোসেন (৩৫)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
গত ১০ জানুয়ারি উপজেলার সরফভাটা ছৈয়দুরখীল গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলি করে মায়ের সামনে মো. মোজাহের (৩০) নামের এক ব্যক্তিকে হত্যা করে। তিনি ওই এলাকার মো. হারুনের ছেলে। এই ঘটনায় দায়ের করা মামলায় ইতিপূর্বে এজাহারভুক্ত তিন আসামি এবং সন্দেহভাজন আরও চার জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ শুক্রবার রাতে অভিযান চালিয়ে সরফভাটা থেকে মামলার ৪ নম্বর আসামি মো. শওকত হোসেন গ্রেপ্তার হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, গ্রেপ্তার শওকতের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।