আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

ব্যাংকের ১৪ কোটি ৬৩ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ব্যাংক এশিয়া আগ্রাবাদ শাখার ১৪ কোটি ৬৩ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক মন্ত্রী ও আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বহদ্দারহাট শাখায় থাকা একটি ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম দৈনিক আজাদীকে বলেন, ব্যাংকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, বিবাদীদের কোন সম্পত্তি বাদী ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই।

গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বিবাদীরা দেশত্যাগ করেছেন, এমনটা শোনা গেছে। বিবাদীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আরামিট সিমেন্টের নামে ইউনাটেড কমার্শিয়াল ব্যাংক বহদ্দারহাট শাখায় একটি ব্যাংক হিসাব রয়েছে সেটি ক্রোকাবদ্ধ না করা হলে বিবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে। বেঞ্চ সহকারী বলেন, ব্যাংকের বক্তব্যের পর আদালত নথি পর্যালোচনা করেন এবং বিবাদীর নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বহদ্দারহাট শাখায় থাকা উক্ত ব্যাংক হিসাবটি স্থগিত করার আদেশ দিয়েছেন। এছাড়া ব্যাংক হিসাবটির বিগত ১ বছরের হিসাব বিবরণী দাখিল করার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বহদ্দারহাট শাখার ব্যবস্থাপককে নির্দেশও দিয়েছেন বিচারক। ব্যাংক হিসাবটি রায়ের পূর্বে কেন ক্রোকাবদ্ধ করা হবে না সে বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদী পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বেঞ্চ সহকারী রেজাউল করিম।

আদালতসূত্র জানায়, গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া আগ্রাবাদ শাখা আরামিট সিমেন্ট, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি, ডিরেক্টর ও শেয়ারহোল্ডারের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের লক্ষে অর্থঋণ মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৬৩ আইনজীবীর জামিন
পরবর্তী নিবন্ধলোকোমোটিভের সকল বিষয়ে তদারকি করতে রেলের ৭ সদস্যের কমিটি